বিআরটিএর সার্ভার হ্যাক করে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ৬

২১ মে, ২০২৩ ২৩:৩১  

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে কৌশলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একজন প্রকৌশলীসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় গ্রেফতার হয়েছেন এই চক্রের মূলহোতা কম্পিউটার প্রকৌশলী মো. শাহরিয়ার এবং তার অন্যতম সহযোগী আজিম। বাকি চারজনের নাম জানা যায়নি।

রোববার (২১ মে) রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

র‌্যাব জানিয়েছে, 'বিআরটিএ'-এর প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে গাড়ির মালিকানা পরিবর্তন, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কাজে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে গত একমাসে প্রতারণামূলকভাবে কোটি টাকার অধিক সরকারি অর্থ আত্মসাত করা হয়েছে। এই ঘটনায় মূলহোতা কম্পিউটার প্রকৌশলী মো. শাহরিয়ার এবং তার অন্যতম সহযোগী আজিমসহ জড়িত ছয়জনকে রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুর সদর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এ বিষয়ে সোমবার (২২ মে) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।